ইসলামের সাধারণ জ্ঞান





ইসলামের সাধারণ জ্ঞান

প্রশ্নঃ কোন সাহাবী হাত দিয়ে আগুনকে পাহাড়ের গর্তে ঢুকাইয়া দিয়েছেন?
উত্তরঃ হযরত তামী বেদারী (রাঃ)
প্রশ্নঃ কোন ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না?
উত্তরঃ যার স্ত্রী বেপর্দায় চলে।
প্রশ্নঃ কোন ব্যক্তি মুনকির নকির ফেরেশ্তাকে কবরে ধরে রেখেছিলেন?
উত্তরঃ হযরত বড় পীর আব্দুল কাদের জীলানী (রহঃ) ।
প্রশ্নঃ কোন নারী যুবতী হয়ে দুনিয়াতে আসিয়াছেন? এবং কোন নারী পিতা—মাতা ছাড়া দুনিয়াতে আসিয়াছেন?
উত্তরঃ মা হাওয়া (আঃ) ।
প্রশ্নঃ কোন বাদশা চিঠি দিয়ে নদীর জোয়ার আনতেন?
উত্তরঃ হযরত ওমর (রাঃ)
প্রশ্নঃ হালাল কাজের মধ্যে সর্ব নিকৃষ্ট কাজ কি কি?
উত্তরঃ স্ত্রী তালাক দেওয়া ও ভিক্ষা করা।
প্রশ্নঃ জান্নাতের রাস্তা কিসের উপর দিয়ে?
উত্তরঃ জাহান্নামের উপর দিয়ে।
প্রশ্নঃ কোন তিনটিও লোক জান্নাতে যাবে না?
উত্তরঃ জুলুমকারী, জুলুমে সাহায্যuকারী ও জুলুম সহ্যকারী।
প্রশ্নঃ কোন দিকে ইচ্ছাকৃত তাকাইলে ৭০ হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে?
উত্তরঃ বেগানা স্ত্রী লোকের দিকে তাকালে।
প্রশ্নঃ সবচেয়ে নিকৃষ্ট চোর কে?
উত্তরঃ নামাজের মধ্যে যে চুরি করে।
প্রশ্নঃ কোন ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হবে না?
উত্তরঃ গীবত কারীর।
প্রশ্নঃ আল্লাহ তাআলা বান্দার কোন পাপটি ক্ষমা করিবে না?
উত্তরঃ অহংকার জনিত পাপ।
প্রশ্নঃ কোন ব্যক্তির সাথে খানা খেলে ৭০ বছরের ইবাদত নষ্ট হইয়া যায়?
উত্তরঃ বেনামাজীর সাথে।
প্রশ্নঃ কোন কারণে ২ লক্ষ ৮৮ হাজার বছর জাহান্নামে থাকিতে হবে?
উত্তরঃ বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ কাজা করিলে ।
প্রশ্নঃ কোন নারী মা আছিয়ার সঙ্গে জান্নাতে যাবে?
উত্তরঃ যে নারী স্বামীকে দ্বীনের উপর চলার তাগিদ দেয়।
প্রশ্নঃ কোন মহিলা দিনিয়ায় থাকিয়া জান্নাতের ফল খাইয়াছেন?
উত্তরঃ হযরত মরিয়ম (আঃ)। (আল কোরআন)
প্রশ্নঃ কোন রমণীর গলায় রশি লাগাইয়া কিয়ামতের দিন ঝুলাইবে?
উত্তরঃ যে স্বামীর হুজুম ছাড়া অন্যের সন্তান কে দুধ খাওয়ায়।
প্রশ্নঃ কোন কাজ করিলে কুকুরের সহীত মিশিয়া যায়?
উত্তরঃ নামায ত্যাগ করিলে।
প্রশ্নঃ কোন গুনাহ আল্লাহ মাফ করিবেন না?
উত্তরঃ শিরিক করিলে।
প্রশ্নঃপৃথিবীর কোথায় একটি বেহেস্তী বাগান আছে?
উত্তরঃ মদিনা শরীফে মসজিদে নববীর কাছে কওমী শরীফে।
প্রশ্নঃ কেয়ামতে কোন ব্যক্তির মুখে মাংস থাকিবে না?
উত্তরঃ পবিত্র কোরআন শিখিয়া উহা দ্বারা পয়সা উপার্জন করিলে।
প্রশ্নঃ কে নিজের জান নিজেই কবজ করিবে?
উত্তরঃ হযরত আজরাঈল (আঃ) ।
প্রশ্নঃ কোন ব্যক্তিকে বেহেস্ত ও কোন ব্যক্তিকে দোযখ দেখানো হয়?
উত্তরঃ মৃত্য কালে মমিন বান্দাকে বেহেস্ত এবং বেঈমান বান্দাকে দোযখ দেখানো হয়।
প্রশ্নঃ পবিত্র কোরআন শরীফে আগুন দিতে গিয়ে কোন খৃষ্টানের দুটি হাত পুড়ে ছাই হয়ে গিয়েছিল?
উত্তরঃ উইলবার স্কোর্স নামক নাইজেরিয়ার অধিবাসী খৃষ্টান পুরোহিতের।
প্রশ্নঃ মৃত্যুর একশত বৎসর পর আল্লাহ পাক কাহাকে জীবিত করিয়া ছিলেন?
উত্তরঃ হযরত উজায়ের (আঃ) কে?
প্রশ্নঃ দোযখে কাহার জম্ম হইয়াছিল?
উত্তরঃ ইবলিশ শয়তানের।
প্রশ্নঃ কোন নবী পিতা—মাতা ছাড়া দুনিয়াতে আসিয়াছেন?
উত্তরঃ হযরত আদম (আঃ) ।
প্রশ্নঃ কোন নবী ১৪০০ বৎসর জীবিত ছিলেনঃ
উত্তরঃ হযরত আদম (আঃ)
প্রশ্নঃ কোন নবীর আমলে আপন ভাই—বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল এবং কেন?
উত্তরঃহযরত আদম (আঃ)—এর সন্তানদের মধ্যে আপন ভাই—বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল। কারণ তখন পৃথিবীতে অন্য কোন নারী—পুরুষ ছিল না।
প্রশ্নঃ কোন ব্যক্তি মৃত্যুর পরও ২২ বছর দাঁড়িয়ে ছিলেন?
উত্তরঃ হযরত সোলায়মান (আঃ) নবী, আল—আকসা মসজিদ তৈরি করার সময়।
প্রশ্নঃ কোন ব্যক্তি প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে ১০১ সওয়াল জওয়াব করিতেন?
উত্তরঃ হযরত মুসা (আঃ)।
প্রশ্নঃ কোন ব্যক্তি মৃত মানুষকে জীবিত করিতেন?
উত্তরঃ হযরত ঈসা রুহুল্লাহ (আঃ) ।
প্রশ্নঃ কোন মহামানব আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরা করিয়াছেন?
উত্তরঃ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)।
প্রশ্নঃ কোন ব্যক্তি লাঠির আঘাতে নীল দরিয়া শুকাইয়া গিয়েছিল?
উত্তরঃ হযরত মুসা (আঃ) এর লাঠির আঘাতে।
প্রশ্নঃ কোন মহিলার গায়ের চামড়া তুলে লবণ দেওয়ার পরও আল্লাহকে ভুলেন নাই?
উত্তরঃ ফেরাউনের স্ত্রী আছিয়া (আঃ) ।
প্রশ্নঃ কোন ব্যক্তি পাথর দিয়ে নিজের সব দাঁত নিজেই ভেঙ্গে ফেলেছিলেন?
উত্তরঃ হযরত ওয়ায়েজ করুণী (রাঃ) ।
প্রশ্নঃ কোন ব্যক্তি এক পায়ে দাঁড়াইয়া কোরআন শরীফ খতম করিতে পারিতেন?
উত্তরঃ হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) ।
প্রশ্নঃ কোন নারী বাতাসের উপর জায়নামাজ বিছাইয়া নামাজ পড়িতেন?
উত্তরঃ হযরত রাবেয়া বসরী (রাঃ) ।
প্রশ্নঃ কোন মহিলার ঘরে আল্লাহর নূরে আলোকিত হইত?
উত্তরঃ হযরত রাবেয়া বসরী ।
প্রশ্নঃ কোন ব্যক্তি পানির উপর জায়নামাজ বিছাইয়া নামাজ পড়িতেন?
উত্তরঃ হাসান বসরী (রাঃ)।
প্রশ্নঃ কোন ব্যক্তি নিদ্রাকালে সাপে বাতাস করিত?
উত্তরঃ হযরত মালেক বিন দিনার (রাঃ) ।
প্রশ্নঃ কোন ব্যক্তি কবরে নামাজ পড়ার অনুমতি পাইয়াছেন?
উত্তরঃ হযরত সাবেদ বুনানীব (রাঃ)।
প্রশ্নঃ কোন ব্যক্তি ৪০ বছর মসজিদে ইবাদত ছাড়া বিছানায় পিঠ দেন নাই?
উত্তরঃ হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ)।
প্রশ্নঃ কোন ব্যক্তি সারা জীবন রোজা রাখিয়াছেন?
উত্তরঃ হযরত নুহ (আঃ) ।
প্রশ্নঃ হাতে দিলেন গাছের ডাল হইয়া গেল তরবারী কে কাহাকে দিয়েছিলেন?
উত্তরঃ ওহুদের যুদ্ধে সাহাব্বীদের তরবারী ভাঙ্গিয়া গেলে হুজুরে পাক (সাঃ) একটি করিয়া গাছের ডাল ভাঙ্গিয়া দিয়েছিলেন।
প্রশ্নঃ মৃত্যু কালে কোন ব্যক্তির মুখে কালেমা আসে না?
উত্তরঃ যে ব্যক্তি পিতা—মাতাকে কষ্ট দিয়েছে।
প্রশ্নঃ পুরুষের দায়েমী ফরয কয়টি?
উত্তরঃ৩টি। যথাঃ
(১) সর্বদা ঈমান আসলে জুড়িয়া থাকা।
(২) নাভীর উপরে থেকে হাঁটুর পর্যন্ত কাপড় দিয়ে ঢাকিয়ে রাখা।
(৩) নিজের পরিবারকে পর্দায় রাখা।
প্রশ্নঃ পুরুষের দায়েমী সুন্নত কয়টি?
উত্তরঃ ১০ টি যথাঃ
(১) মাথায় টুপি রাখা,
(২) মাথার চুল তিন নিয়মের এক নিয়মে রাখা কানের লতি পর্যন্ত,
(৩) মোচ ঠোঁটের সাথে মিশিয়ে কাটা,
(৪) মেসওয়াক করা,
(৫) দাঁড়ি লম্বা রাখা,
(৬) সুন্নত তরিকায় লম্বা জামা পরিধান করা,
(৭) হাত পায়ে নক কাটা,
(৮) নাভির নিচে ও বগলের লোম ৪০ দিনের আগে পরিস্কার করা,
(৯) ঢিলা ব্যবহার করা,
(১০) কুলুখ ব্যবহার করা।
প্রশ্নঃ নারীর দায়েমী ফরয কয়টি?
উত্তরঃ পাঁচটি যথাঃ-
(১) সর্বদা ঈমানের সহিত থাকা,
(২) পর্দায় থাকা,
(৩) সর্বাঙ্গ ঢাকিয়া রাখা,
(৪) স্বামীর কথা মানিয়া চলা,
(৫) ছোট শব্দে কথা বলা।
প্রশ্নঃ মেয়েদের দায়েমী সুন্নত কয়টি?
উত্তরঃ ৭টি যথা-
(১) মাথার চুল লম্বা রাখা,
(২) চুল সুন্দর রাখা,
(৩) মেসওয়াক করা,
(৪) হাত পায়ের নখ কাটা,
(৫) নাভীর নিচে ও বগলের লোম পরিস্কার করা,
(৬) ঢিলা ব্যবহার করা,
(৭) হায়েজ নেফাসের সময় পট্টি ব্যবহার করা।
প্রশ্নঃ কোন নবীর চোখের পানিতে মাটি ভিজিয়া বৃক্ষ জন্মিয়েছিল?
উত্তরঃ হযরত আদম (আঃ) এর চোখের পানিতে।
প্রশ্নঃ কাফের অবস্থায় কোন লোক পবিত্র কোরআন শরীফ মুখস্ত করিয়েছিলেন?
উত্তরঃ উমর বিন সালাম।
প্রশ্নঃ কোন মহিলা হযরত জিব্রাইল (আঃ) এর সহিত সরাসরি কথা বলিয়াছেন?
উত্তরঃ হযরত মরিয়ম ছিদ্দিকা (আঃ) ।
প্রশ্নঃ কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা নাই?
উত্তরঃ জিহাদে যোগ দেওয়া শহীদ ব্যক্তির।
প্রশ্নঃ কোন সন্তানের জন্য পিতা—মাতা দোযখী হইবে?
উত্তরঃ চরিত্রহীন কুসন্তানের জন্য পিতা মাতা দোযখী হইবে।
প্রশ্নঃ কোন দিনে ১টি রোজা রাখলে ১০০ বৎসরের জেহাদের সমান?
উত্তরঃ জিল হজ্জ মাসের ১ তারিখে।
প্রশ্নঃ কোন মাসে ১ টি রোজা রাখলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না?
উত্তরঃ সাবান মাসের ১৫ তারিখে রোজা রাখিলে।
প্রশ্নঃ কোন মহিলার সুপারিশে ৭০ হাজার লোক বেহেস্ত যাবে?
উত্তরঃ হযরত রাবেয়া বসরী (রাঃ) ।
প্রশ্নঃ মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান সবচেয়ে বড় ফাঁদ কোনটি ফাঁতে?
উত্তরঃ নারী দ্বারা ফাঁদ পাতে।
প্রশ্নঃ কোন কাজ করিলে শয়তান মানুষকে দোস্ত বলিয়া স্বীকার করে?
উত্তরঃ দাঁড়াইয়া পানি পান করিলে।
প্রশ্নঃ আল্লাহ পাক কেয়ামতের দিন কাহার মাথায় নিজ হাতে রহমতের তাজ পরিয়ে দিবেন?
উত্তরঃ যে পিতা মাতা সন্তানকে কোরআন শরীফ পড়া শিক্ষা দিয়েছেন এবং সন্তান সেই অনুসারে আমল করে সেই সমস্ত পিতা মাতার মাথায়।
প্রশ্নঃ মুছুল্লি হয়েও কোন ব্যক্তির কঠিন আযাব হবে?
উত্তরঃ মিসকিন ও এতিমের সঙ্গে যে খারাপ ব্যবহার করিয়েছে।
প্রশ্নঃ পরকালে কোন ব্যক্তির কানে গলিত শিশা ঢালিয়া দেওয়া হবে?
উত্তরঃ যে ব্যক্তি আযান শুনিয়াও নামাজ পড়িতে যায় নাই।
প্রশ্নঃ কোন ব্যক্তি অযুর পরও নাপাক থাকে?
উত্তরঃ যে ব্যক্তি ফরয গোসল করে না।
প্রশ্নঃ কোন চারটি প্রশ্নের উত্তর ছাড়া কোন আদম সন্তান কেয়ামতের এক চুলও সামনে অগ্রসর হতে পারবে না?
উত্তরঃ (১) সারা জীবন কোন কাজে ব্যয় করেছে,
(২) যৌবন কাল কিভাবে কাটাইয়াছ,
(৩) আয় ও ব্যয় কিভাবে করিয়াছে,
(৪) এলেম কতটুকু শিখেছে এবং এলেম অনুযায়ী কি রকম আমল করিয়াছে।
প্রশ্নঃ কোন আমলের সওয়াব আল্লাহ নিজ হাতে দিবেন?
উত্তরঃ রমজান মাসের ফরয রোজার সওয়াব।

পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান
কুরআন শব্দের অর্থ কি?
উত্তরঃপঠিত, জমা করা।
প্রশ্ন : আল কুরআনের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য কি?
উত্তরঃ আলোচ্য বিষয় সরল সঠিক পথ এবং উদ্দেশ্য হেদায়াত।
প্রশ্ন : আল কুরআন কোথায় সংরক্ষিত আছে?
উত্তরঃ লৌহে মাহফুজে সংরক্ষিত আছে।
প্রশ্ন : সর্ব প্রথম আল কুরআন কোথায় কখন অবতীর্ণ হয়?
উত্তরঃ হেরা গুহায় ৬ আগস্ট ৬১০ খ্রিষ্টাব্দে।

No comments

Powered by Blogger.